শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের কারাবন্ধী ও রাজপথে সাহসী সৈনিকদের সম্মানে ইফতার দোয়া মোনাজাত অনুষ্ঠিত আদালতে মামলা চলমান থাকা অবস্থায়, দখিনের খবর পত্রিকা অফিসের তালা ভেঙে কোটি টাকার লুণ্ঠিত মালামাল বাড়িওয়ালার পাঁচ তলা থেকে উদ্ধার, মামলা নিতে পুলিশের রহস্যজনক ভূমিকা গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সম্পাদক রুবেল চোখের জলে বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুলকে চির বিদায় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন কারামুক্ত উচ্চ আদালতে জামিন পেলেন বরিশাল মহানগর বিএনপির মীর জাহিদসহ পাঁচ নেতা তসলিম ও পিপলুর নেতৃত্বে বরিশাল জেলা উত্তর ও দক্ষিণ যুবদলের বরিশাল নগরীতে কালো পতাকা মিছিল হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ
সংবাদপত্র ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করণে জরুরী আলোচনা সভা

সংবাদপত্র ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করণে জরুরী আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ সংবাদপত্র এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করনের লক্ষ্যে গতকাল ২০ নভেম্বর বরিশাল বিভাগের ৬টি জেলার ৪৬টি দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ এক জরুরী সভায় মিলিত হয়। সভায় আলাপ আলোচনান্তে সম্পাদক মন্ডলি বর্নিত বিষয়ে ঐক্যমতে পৌঁছেন। সংবাদপত্রের বেহাল দশা, কালো আইন, মিডিয়াভূক্ত করণ, ক্রোড়পত্রের সঠিক বিতরণ, ইত্যাদি বিষয়বলি নিয়ে সম্পাদক নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে বর্নিত দাবি সমূহ আদায়ের লক্ষ্যে বরিশাল বিভাগের নিয়মিত প্রকাশিত দৈনিক প্রত্রিকার সম্পাদকদের নিয়ে সম্পাদক পরিষদ (প্রস্তাবিত) গঠন করা হয়েছে। পেশাদার সাংবাদিকদের কারণে অকারণে হয়রানি থেকে রক্ষা করা ও চিহ্নিত কথিত চাঁদাবাজ সাংবাদিকদের প্রতিহত করার বিষয়টিও সম্পাদক মন্ডলির আলোচনায় স্থান পায় এবং তাদেরকে আইনের কাছে সোপর্দ করার অনুরোধ জানানো হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকতার মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐক্যমত প্রকাশ করেন সম্পাদক নেতৃবৃন্দ। এছাড়াও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গুরুত্বের সাথে তদন্ত সাপেক্ষে দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। একই সাথে অর্থাভাবে স্থানীয় পত্রিকার দৈন্যদশা নিরসনে বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করার জন্যও সরকারের প্রতি জোর দাবি জানানো হয় এ সভায়।
গত ২০ নভেম্বর রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্পাদক পরিষদ’র সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি কাজী মফিজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া, এ্যাডভোকেট এস.এম রফিকুল ইসলাম, নিকুঞ্জ বালা পলাশ, মো. খলিলুর রহমান, এম রহমান, শারমিন আক্তার, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম হোসেন, কে.এম তারেকুল আলম আপু, সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান মাসুদ, ক্রীড়া সম্পাদক আবরার হাসনাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাছির আহম্মেদ রানি, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মোস্তফা কামাল, নির্বাহী সদস্য কাজী আল মামুন, সাইফুর রহমান মিরণ, মো. হাবিবুর রহমান, এ্যাডভোকেট মহসিন মন্টু, ডা. মো. নজরুল ইসলাম, সদস্য সরদার খালেদ হোসেন স্বপন, আমিনুল ইসলাম তুহিন, তাওহিদুল ইসলাম জামাল, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান, ডা. এসএম জাকির হোসেন, কাজী মেহেরুন্নেসা বেগম, ফারজানা চৌধুরী, অর্পণা খান।
আরও উপস্থিত ছিলেন, ঝালকাঠির দৈনিক অজানা বার্তার সম্পাদক এসএমএ রহমান কাজল, দৈনিক শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনজু, দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুবুল আলম, দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, পিরোজপুরের দৈনিক গ্রামের সামাজ পত্রিকার সম্পাদক মশিউর রহমান মহারাজ পিরোজপুরের কথা’র সম্পাদক জহিরুল হক টিটু, পিরোজপুরের কণ্ঠ’র সম্পাদক ফশিউল ইসলাম বাচ্চু, তথ্য দর্পণ’র সম্পাদক রাবেয়া ইয়াসমীন, পটুয়াখালী জেলার দৈনিক গণদাবী’র সম্পাদক মো. গোলাম কিবরিয়া, দৈনিক রূপান্তর’র সম্পাদক কে.এম এনায়েত হোসেন, দৈনিক পটুয়াখালী’র সম্পাদক এ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, দৈনিক পটুয়াখালী বার্তার সম্পাদক এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, দৈনিক পটুয়াখালী প্রতিদিন এর সম্পাদক গোলাম সরোয়ার সরোয়ার বাদল, দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মো. আনোয়ার হোসেন, বরগুনা জেলার দীপাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মোশারফ হোসেন, সৈকত সংবাদ পত্রিকা’র সম্পাদক মো. বাদশা মিয়া, ভোলা জেলার আজকের ভোলা’র সম্পাদক মো. শওকাত হোসেন, ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান ও বাংলার কণ্ঠ’র সম্পাদক এম. হাবিবুর রহমান। উল্লেখ্য, সম্পাদক পরিষদের নাম এবং কমিটি সহসায়ই পুন:গঠন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com