বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার দরিদ্র, অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের কারাবন্ধী ও রাজপথে সাহসী সৈনিকদের সম্মানে ইফতার দোয়া মোনাজাত অনুষ্ঠিত আদালতে মামলা চলমান থাকা অবস্থায়, দখিনের খবর পত্রিকা অফিসের তালা ভেঙে কোটি টাকার লুণ্ঠিত মালামাল বাড়িওয়ালার পাঁচ তলা থেকে উদ্ধার, মামলা নিতে পুলিশের রহস্যজনক ভূমিকা গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সম্পাদক রুবেল চোখের জলে বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী বাবুলকে চির বিদায় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন কারামুক্ত উচ্চ আদালতে জামিন পেলেন বরিশাল মহানগর বিএনপির মীর জাহিদসহ পাঁচ নেতা তসলিম ও পিপলুর নেতৃত্বে বরিশাল জেলা উত্তর ও দক্ষিণ যুবদলের বরিশাল নগরীতে কালো পতাকা মিছিল হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ
রমজানে বাজার দর স্বাভাবিক রাখতে দ্বিগুণ ভোগ্যপণ্য নিয়ে মাঠে নামছে টিসিবি

রমজানে বাজার দর স্বাভাবিক রাখতে দ্বিগুণ ভোগ্যপণ্য নিয়ে মাঠে নামছে টিসিবি

দখিনের খবর ডেস্ক ॥ ভোগ্যপণ্য দাম নিয়ন্ত্রণে রমজানে নিত্যপণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। ওই লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে দ্বিগুণ ভোগ্যপণ্য নিয়ে মাঠে নামবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি সরকার বেসরকারি খাতের ভোগ্যপণ্য ব্যবসায়ীদেরও বাজারে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের নির্দেশনা দিয়েছে। একই সাথে ভোগ্যপণ্যের দাম বাড়াতে তৎপর অসাধু ব্যবসায়ীদের দিকে নজরদারি বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোয়েন্দা সংস্থাকে এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। ওই প্রেক্ষিতে ভোগ্যপণ্যের উল্লেখযোগ্য সংখ্যক আমদানিকারক, পাইকার ও উৎপাদনকারী মিল-মালিকরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, রমজান সামনে রেখে ইতিমধ্যে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও ওই তথ্য উঠে এসেছে। মূলত প্রথাগত সরবরাহ প্রক্রিয়া, অতিরিক্ত মজুদের মাধ্যমে পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি, অপর্যাপ্ত ও সমন্বয়হীন বাজার মনিটরিং, রমজানে পণ্যের বাড়তি চাহিদা, পরিবহন খাতে চাঁদাবাজি, যানজট ও অতিরিক্ত পরিবহন ব্যয়, অসাধু ব্যবসায়ীদের কারসাজি, স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা, ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর উচ্চ সুদের হার, ঋুপ্রাপ্তিতে জটিলতা এবং ব্যবসা পরিচালনায় ব্যয় বেড়ে যাওয়া কারণেই ভোগ্যপণ্যের দাম বাড়ছে। তাছাড়া রমজান সামনে রেখে অসাধু সিন্ডিকেট সদস্যরা চাল, ছোলা, ডাল, সবজি, মসলা, ভোজ্যতেল, খেজুর, চিনি, ডাল, পেঁয়াজ, মাছ-মাংস এবং গুঁড়ো দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত দুমাসে ধাপে ধাপে বাড়িয়েছে। ওই দাম গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। তবে রমজানে নিত্যপণ্যের দাম কমাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি বিশেষ নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, যে কোন মূল্যে বাজার স্থিতিশীল রেখে ভোগ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। সূত্র জানায়, ভোজ্যতেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় বাজারে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ভোজ্যতেলের দাম বেঁধে দেয়া হয়। কিন্তু সেই দাম কার্যকর না করে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। তাছাড়া রোজার আগেই বেড়ে গেছে চিনি, সব ধরনের মুরগি মাছ-মাংসসহ বেশিরভাগ পণ্যের দাম। গত কয়েক মাস বাজারে শীতের সবজির দাপটে দাম কমে আসায় এখন সরবরাহ কমে গেছে। ওই কারণে সব ধরনের সবজির দামও বেড়েছে। আর চাল, আটা, ডাল, ছোলা ও ডিম আগের বেড়ে যাওয়া দামেই বিক্রি হচ্ছে। তবে সামান্য কমেছে পেঁয়াজের দাম। কিন্তুসব ধরনের তরল দুধের দাম বেড়ে গেছে। এবার রমজানের সঙ্গে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদ্যাপন করবে পুরো জাতি। কিন্তু ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ রমজানের ভোগ্যপণ্যের দাম নিয়ে উদ্বিগ্ন। সূত্র আরো জানায়, আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে ৫০০ ট্রাকে টিসিবির পণ্যসামগ্রী বিক্রি করা হবে। মুজিববর্ষ উপলক্ষে এখন ৪শ’ ট্রাকে টিসিবি ৪ পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে। তাছাড়া মুজিববর্ষ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে প্রাক রমজান পণ্য বিক্রয় ও বিশেষ কার্যক্রম শুরু করেছে। তার আওতায় ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হচ্ছে। ভ্যেজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল বিক্রির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। এখন ২ লাখ লিটার থেকে বাড়িয়ে প্রতিদিন ৪ লাখ লিটার ভোজ্যতেল বিক্রি করা হচ্ছে। এছাড়া অন্যান্য পণ্য চিনি, মসুর ডাল ও পেঁয়াজের সরবরাহও দ্বিগুণ করা হচ্ছে। টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা দিনে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ৯০ টাকা দরে ২ থেকে ৫ লিটার সয়াবিন তেল এবং ১৫ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার সম্প্রতি মিল গেটে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১১৩ টাকা, আর খুচরা বাজারে বিক্রি ১১৭ টাকা বেঁধে দিয়েছে। আর ৫ লিটারের বোতল মিল গেটে ৬২০ টাকা, ডিলার পর্যায়ে ৬৪০ টাকা এবং খুচরা পর্যায়ে ৬৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। তাছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে মিল গেটে ১০৪ টাকা, ডিলার পর্যায়ে ১০৬ টাকা এবং খুচরায় ১০৯ টাকা। কিন্তু নির্ধারিত ওই দামের চেয়ে বেশি মূল্যে খুচরা বাজারে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। এদিকে এ প্রসঙ্গে বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন জানান, ভোগ্যপণ্যের দাম কমাতে করণীয় নির্ধারণে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূখ্যসচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের নির্দেশনা হলো রমজানে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা। ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে সরকারি সংস্থা টিসিবি সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামছে। এবার তাদের বিক্রি কার্যক্রম দ্বিগুণ করা হবে। তাছাড়া বেসরকারি খাতকেও বাজারে পণ্য সরবরাহ বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে। যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের দেশের প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com