সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি :
দেশব্যাপী এক কোটি লোককে করোনার গণটিকা প্রদান কর্মসূচি বিপুল উৎসাহ উদ্দীপনায় বানারীপাড়ায় কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার ২৬ ফেব্রুয়ারি উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভায় ২৬ টি টিকা প্রদান কেন্দ্রে ৯ হাজার জনকে টিকা প্রদান লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। এ কার্যক্রম পরিদর্শনে আসেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হুমায়ুন শাহিন খান এবং সহকারী সরকারী পরিচালক ডাক্তার আলী আহসান। তিনি উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত টিকা গ্রহণকারীদের সাথে কথা বলেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ রেজাওয়ানুর আলম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ হাফিজুর রহমান শাকিল, সিনিয়র সাংবাদিক এস মিজনুল ইসলাম, স্বাস্থ্য পরিচালকের অফিস সহকারী মোঃ মিরন প্রমূখ উপস্থিত ছিলেন।
টিকা প্রদান বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা জানান, বানারীপাড়ায় ৯ হাজার লোককে গণটিকা দেয়ার লক্ষ্য মাত্রা ছিল। এ দিন পর্যন্ত লক্ষ্য মাত্রার চেয়ে ১৫ হাজার জনেক টিকা প্রদান করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারীদের উপচে পরা ভিড় ছিল স্ব:তস্ফুর্ত।
Leave a Reply