ফরিদ মুন্সী : বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জহির উদ্দিন খসরু। গত বছরের ২৩ নভেম্বর সম্মেলনের মাধ্যমে যুবলীগের সভাপতির দায়িত্ব পান যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সুযোগ্য পুত্র শেখ ফজলে শামস পরস ও সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পান মাইনুল আহসান খান নিখিল। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মোঃ জহির উদ্দিন খসরু বরিশাল জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মাষ্টার এর সন্তান। এ ব্যাপারে জহির উদ্দিন খসরু বলেন, সারাদেশে যুবলীগের নেতাকর্মী এবং সংগঠনকে শক্তিশালী করতে আমার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে আমি প্রস্তুত’।‘আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তা সঠিকভাবে পালন করতে আমি বদ্ধ পরিকর।
উল্লেখ্য স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন জহির উদ্দিন খসরু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
Leave a Reply