নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার ২৬ মে বরিশালে বিএনপির দলীয় কর্মসূচী বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করে বাড়ি ফেরার পথে বিকেল ৬ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন মাস্টার মৃত্যু বরন করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিএনপি নেতা আসমত মাস্টারের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু। উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক হুমায়ূন খান, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা প্রমূখ।
Leave a Reply