আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে উপজেলা পরিষদ সদস্যদের দেয়া অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে ফুসে উঠেছে আমতলীর সাধারন মানুষ তারা বৃহত্তর আন্দোলনের যাওয়ার প্রস্থতি নিয়েছেন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টায় আঠারগাছিয়া ইউনিয়ন বাসীর উদ্যোগে গাজীপুর বন্দরে এক মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে , বরগুনা জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম ছরোয়ার ফোরকান উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিয়মতান্ত্রিক ভাবে সুষ্ঠু ও সুন্দর ভাবে উপজেলা পরিষদ পরিচালনায় করে আসছেন। সম্প্রতি উপজেলা পরিষদ পরিচালনায় ব্যর্থ ও নানা অনিয়মের অভিযোগে পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও ৭জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১২জন সদস্য উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশাল বিভাগীয় কমিশনার বরাবর অনাস্থা প্রস্তাব দেন।
পরিষদের সদস্যরা অনৈতিক সুবিধা নিতে না পারায় ক্ষুব্ধ হয়ে বে-আইনী প্রক্রিয়ায় গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ অনাস্থা প্রস্তাব দিয়েছে এমন দাবী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের। ষড়যন্ত্রমূলক ভাবে অনাস্থা প্রস্তাবের ঘটনায় ক্ষুব্ধ এলাকার সাধারণ জনগন। সাধারন মানুষ ওই অযৌক্তিক অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করে বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছেন। আঠারগাছিয়া ইউনিয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনুস গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগে সদস্য সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন খান উপজেলা যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসাইন উপজেলা যুবলীগের সহসভাপতি জহির মাতব্বর জেলা পরিষদের নির্বাচিত সদস্য নাসির হাওলাদার ইউপি সদস্য নাসির উদ্দিন নশা ইউপি সদস্য নাসির মোল্লা ইউপি সদস্য শাহিন হাওলাদার ইউপি সদস্য মানুন সিকদার সাবেক ইউপি সদস্য নেয়ামত সাবেক ইউপি সদস্য দুলাল তালুকদার ইউনিয়ন যুবলীগের নেতা নাঈমুর রহমান নান্নু সহসভাপতি সোহেল রানা সাংগঠনিক সম্পাদক আনোয়ার গাজী সহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ আওয়ামীলীগ যুবলীগ ছাএলীগের নেতৃবৃন্দ হাজার হাজার মানুষ উপস্থিত ছিল।আঠারগাছিয়া ইউনিয়ন জনগণের উদ্যোগে মানবন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই অযৌক্তিক অনাস্থা প্রস্তাব জনগন প্রত্যাখ্যান করেছেন। অনতিবিলম্বে এই অযৌক্তিক অনাস্থা প্রস্তাব তুলে নেওয়ার দাবী জানান । নতুবা অনাস্থা প্রস্তাব তুলে নেওয়ার জন্য কঠোর আন্দোলনে যেতেও পিছপা হবেনা বলে তারা জানান। আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান বলেন, যারা আমাকে অনাস্থার প্রস্তাব দিয়েছে তারা উপজেলা পরিষদ নির্বাচনে আমার বিরোধিতা করেছে । আমি নির্বাচিত হওয়ার পর থেকেই তারা আমার বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র করে আসছে। যারা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তাদের বিগত দিনের কর্মকান্ড তদন্ত করে দেখার দাবী জানাই।কারা দুনীর্তিবাজ তদন্ত করলে বের হয়ে যাবে।
Leave a Reply