স্টাফ রিপোর্টার ॥ আগামী সোমবার (৩০ জুলাই) বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। গতকাল বুধবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের কাছে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সরওয়ার বলেন, ‘বরিশালে আওয়ামী লীগের প্রার্থীর বাবা মন্ত্রী পদমর্যাদায় রয়েছেন। তাই সবমিলিয়ে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় তো রয়েছে। তবে আমাদের দাবি প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সহিত দেখবেন। কারণ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দায়ভার সরকারকেই নিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সরওয়ার বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন নির্বাচনে জয়লাভ করতে গিয়ে যেন দলের কোনো বদনাম না হয়। আর সে লক্ষে সুষ্ঠু নির্বাচন আশা করি আমরা। কেন না এ নির্বাচনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার ইঙ্গিত দেবে। শুধু বিএনপি নয়, এখন সাধারণ মানুষও দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।’ সরওয়ার বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে এ সিটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। খুলনা, গাজীপুরের ভোট দেখে আমরা হতবাক হয়েছি। বরিশালে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জয় হবেই। মেয়র থাকাকালীন সময়ের উন্নয়নের বিবরণ তুলে ধরে সরওয়ার বলেন, আমি চাই বরিশালের উন্নয়নে অসমাপ্ত কাজগুলো শেষ করতে। আর সেই লক্ষে আমি কাজ করে যাবো। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আনোয়ারুল হক তারিন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাংবাদিক শুষান্ত ঘোষ প্রমুখ।
Leave a Reply