স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী ম্যারাথন। ‘খেলাধুলায় বাড়ে বল/মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে ধারণ করেন গতকাল শনিবার সকাল সোয়া ৬টায় নগরীর বঙ্গবন্দু উদ্যানে ম্যারাথনের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। তিনি বলেন, অনেকাংশেই উঠতি তরুণরা এখন খেলাধুলা বিমুখ। যে কারনে সমাজে মাদকের বিস্তার ঘটছে। তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। শুধু আনুষ্ঠানিক প্রতিযোগীতায় নয়, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে তরুনদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে। তরুনদের মাদক থেকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বরিশালে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এই ম্যারাথন মাদকের বিরুদ্ধে একটি নতুন মাত্রা যুক্ত করলো। সমগ্র দেশ থেকে আসা বিভিন্ন বয়সী ১৫০ জন পেশাদার ও সৌখিন দৌড়বিদ ৪ টি ক্যাটাগরীতে এই ম্যারাথনে অংশ গ্রহন করেন। ম্যারাথনটি বঙ্গবন্ধু উদ্যানে থেকে শুরু হয়ে লাকুটিয়া জমিদার পর্যন্ত গিয়ে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে এসে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, সহকারী পুলিশ কমিশনার ফাইজুর রহমান ও কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম প্রমূখ।
Leave a Reply