রাহাদ সুমন, বানারীপাড়া ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাতে তার লাশ সিঙ্গাপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়।করোনা ভাইরাসের কারনে সংসদ ভবন প্লাজা ও তার গ্রামের বাড়ি বানারীপাড়ায় এনে জানাজা করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বাদ আসর ঢাকার ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ,বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, এস.এম সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, আইটি বিশেষজ্ঞ অধ্যাপক আলমাস কবির ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)। তার মৃত্যুর খবরে বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও পিরোজপুরের স্বরূপকাঠিতে শোকের ছায়া নেমে আসে। এলাকায় তার জানাজা ও দাফন না হওয়া এবং শেষ বারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে না পারায় এলাকাবাসী হতাশ ও শোকাহত হয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে, একমাত্র মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। উল্লেখ্য ৪ মার্চ দূপুরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর থেকে তার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক’রা ঢাকার এ্যাপোলো হাসপাতালে এসে শহীদুল হক জামালের অবস্থার অবনতি দেখার পরে নিজেদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ওই দিনই বিকালে সিঙ্গাপুর নিয়ে যান। তার গলব্লাডারে বড় ধরণের একটি পাথর ও পেনক্রিয়াসে জরুরী অপারেশন প্রয়োজন হওয়ায় সেখানে পৌঁছার পরে তাৎক্ষনিক গলব্লাডারে অস্ত্রপচার করা হয়। তবে তার উচ্চ রক্তচাপ ও হৃদরোগ থাকায় আরও অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে তার শরীরে পেনক্রিয়াসে আরও একটি অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু গলব্লাডারে অস্ত্রোপচারের পর অবস্থার আরও অবনতি হওয়ায় সেই থেকে তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছিলো। প্রসঙ্গত সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে ধানের শীষ প্রতীকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন।
Leave a Reply