চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের আফজাল গ্রামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী তানজিলাকে (১৩) অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পালিয়ে যাওয়ার সময় চরফ্যাসন থানা পুলিশ নতুন বাসর্টামিনল থেকে রাকিবকে গ্রেফতার করেন।
মামলার বিবরনে জানাযায়, মাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামের আনোয়ার মিয়াজীর ৭ম শ্রেণি পড়–য়া তার মেয়ে তানজিলা প্রাইভেট পড়ার জন্য একই গ্রামের মোল্লাবাড়িতে যান। সেখান থেকে চর আফজাল গ্রামের কুদ্দুসের ছেলে রাকিবসহ কয়েকজন তানজিলাকে অপহরণের উদ্দেশে জোরপূর্বক মোটরসাইকে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যান। তানজিলাকে অপহরণ করে দ্রুত পালাতে গিয়ে তার মেয়ে ঝাপটা ঝাপটি করলে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে মেয়েকে হত্যা করেছেন। স্থানীয়রা তাকে চরফ্যাসন হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠায়। বরিশাল নেয়ার পথে ওইদিন সন্ধ্যায় তানজিলা মৃত্যু হয়। এঘটনায় গত ১২ জুলাই তানজিলার বাবা আনোয়ার হোসেন মিয়াজী বাদী হয়ে রাকিবসহ ৫জনকে আসামী করে অপহরণ ও হত্যার অভিযোগে চরফ্যাসন থানায় অপহরন ও হত্যার অভিযোগে মামলা করেন।চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন জানান, স্কুল ছাত্রী অপহরণ ও হত্যা মামলার মূল আসমি রাকিবের গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply