গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি ॥ তিনবছর পর গতকাল বুধবার ঝালকাঠি সদর হাসপাতালে আলট্রা¯েœাগ্রাম মেশিন চালু হয়েছে। কিছু দিনের মধ্যে ইকো কার্ডিওগ্রাম মেশিন চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তপক্ষ। সকাল ৯টায় ঝালকাঠির নবাগত সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী আনুষ্ঠানিকভাবে আলট্র¯েœগ্রাম মেশিন উদ্বোধন করেন। এ সময় সেবাগ্রহীতা ছাড়াও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলী দেওয়ান এবং হাসপাতালে চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ২০১৭ সালে উন্নতমানের আলট্রা¯েœাগ্রাম মেশিনটি টেকনিশিয়ানের অভাবে বন্ধ হয়ে যায়। ঝালকাঠি সদর হাসপাতালে বর্তমানে জনবল বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক দিয়েই এই মেশিনটি চালুর ব্যস্থা গ্রহণ করা হয়েছে। ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আমির হোসেন আমুর ঐকান্তিক প্রচেষ্টায় এই অত্যাধুনিক আল্ট্রা¯েœাগ্রাম মেশিনটি সদর হাসপাতালে স্থাপন করা হয়েছিল। হাসপাতালে মেশিন চালু না থাকায় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ব বেড়েই চলছিল। আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলি দেওয়ান জানান আল্ট্রা¯েœগ্রামের পরে ইকোকার্ডিও গ্রাম মেশিনটিও চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে।
Leave a Reply