গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা গতকাল শুক্রবার দুপুরে সমাপ্ত হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক “কৃষি উৎসব” পালনের অংশ হিসেবে গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছিল।
গত বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে এ মেলার শুভ উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী। ফিতা কেটে তিনি এ মেলা’র শুভ উদ্বোধন করেছিলেন।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি টানা হয়। গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শারমীন আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলী আসগর মোল্লা প্রমুখ। শেষে প্রধান অতিথি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান মেলায় অংশ নেয়া স্টল সমুহের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী অনুষ্ঠিত ওই কৃষি প্রযুক্তি মেলা’য় গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বমোট ১৩টি স্টল বসেছিল।
Leave a Reply