মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে কয়েকটি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ সড়ক, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। পানির নিচে তলিয়ে রয়েছে কয়েকশ’ হেক্টর ফসল ও বীজতলা। স্থানীয়রা জানান, পূর্ণিমার প্রভাবে মঙ্গলবার থেকে মেঘনার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বাড়তে থাকে। বুধবার দুপুরে জোয়ার স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেড়ে যায়। বাঁধ ভেঙ্গেছে একাধিক। এখন পানি বন্দী হয়ে পরেছে কয়েশ পরিবার।
Leave a Reply