আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী এডেনে দুইটি গাড়ি বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, নিজস্ব বার্তা সংস্থা আমাকের মাধ্যমে দায়ভার স্বীকার করেছে আইএস। চলতি বছর সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষ জোরালো হওয়ার পর এটাই প্রথম এমন হামলা। স্থানীয়রা জানান, দুইটি বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া দেখতে পান তারা। জুমুরাইয়া হাসপাতালের কর্মকর্তারা জানান, পাঁচজনের মরদেহ পেয়েছে তারা। তাদের বেশিরভাগই সেনাসদস্য। এ ছাড়া অনেক বেসামরিকও হতাহতের শিকার হয়েছেন। ২০১৫ সালে ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘর্ষে এখন পর্যন্ত ইয়েমেনে ৯ হাজার ২শ’র বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে আল কায়েদা ও আইএসের মতো জঙ্গি সংগঠনগুলো তাদের বিস্তার ঘটিয়েছে। তারা প্রায় সরকারি ও সামরিক বাহিনীর ওপর হামলা চালায়।
Leave a Reply