কুমিল্লার দাউদকান্দিতে জাকির হোসেন(৫৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জাকির হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেঙ্গাতুলি গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গৌরীপুর উত্তর বাজারের হাজী মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার নিহতের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজানের নাম উল্লেখ করে অজ্ঞাত তিনজনের নামে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
নিহতের ছেলে জহিরুল ইসলামের স্ত্রী পান্না আক্তার জানান,তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজান তেল চুরির অভিযোগে তার শ্বশুর জাকিরকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেন এবং তার আঙ্গুল থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করেন। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জাকিরকে আহত অবস্থায় উদ্ধার করে বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আমার শ্বশুর মারা যান। জাকির হোসেন পরিবারের সবাইকে নিয়ে গৌরীপুর বাজারে ভাড়া থেকে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আলী আশরাফ বলেন,‘তেল চুরির বিষয় কিনা জানিনা, জাকির নিরীহ মানুষ, ট্রাক্টর চালাতেন আবার দিনমজুরিও করতেন। তবে শুনেছি সে কেরির ট্যাবলেট খেয়ে মারা গেছে।’ তার ছেলের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেন।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক মো.রফিকুল ইসলাম বলেন,নিহতের ছেলের অভিযোগের প্রেক্ষিতে থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। মৃতদেহের সুরুতহাল রিপোর্ট নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply