েেগৗরনদী প্রতিনিধি ॥ গতকাল শনিবার বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আনুষ্ঠানিক ভাবে পুস্পমাল্য র্অপন করা হয়। গৌরনদী উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার পক্ষে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের পক্ষে নির্বাহী অফিসার, গৌরনদী মডেল থানার পক্ষে ওসি মোঃ গোলাম ছরোয়ার ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষে নেতৃবৃন্দগন ফুলেল শ্রদ্ধা জানান। এরপর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিতে উপজেলার শহীদ সুকান্তবাবু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা ত্রাণ ও পূর্নবাসন অফিসার আহসান হাবীব। সবশেষে অনলাইন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার কিতরণ ও আতœর্কমসংস্থানের জন্য ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করা হয়। অপর দিকে গতকাল সকাল ৯টায় গৌরনদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাদের দলীয় র্কাযালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুস্পমাল্য র্অপন করা হয়। এ ছাড়া উপজেলার কসবা হযরত মল্লিক দূত কুমার পীররে মাজার সংলগ্ন জামে মসজিদসহ উপজেলার ৬৬৫টি মসজিদে বাদ যোহর একযোগে ১৫ আগষ্টের সকল শহীদদের স্মরনে এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র সহধর্মীনি নারী মুক্তিযোদ্ধা বেগম সাহানারা আব্দুল্লাহ’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি টানা হয়।
Leave a Reply