বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা গ্রামের রাশিদা আকতার নামের এক গৃহবধূকে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে চাচাতো জা বিউটি বেগমের বিরুদ্ধে। আহত গৃহবধূকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০২ মার্চ) সকালে।
খোঁজখবর নিয়ে জানা গেছে- উপজেলার মহিষকাটা গ্রামের রাশিদা আকতার ও তার জা রুনু বেগম নিজের ক্ষেতে শুক্রবার সকালে শাঁক তুলছিল। এ সময় চাচাতো জা বিউটি বেগমের সঙ্গে শাক তোলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায় বিউটি বেগম ক্ষিপ্ত হয়ে রাশিদা বেগমের গায়ে গরম পানি ঢেলে দেয় এবং তার স্বামী আবদুল হামেদ, মেয়ে তানজিলা, শম্পা ও ছেলে রনি তাদেরকে বেধড়ক মারধর করে। গরম পানিতে রাশিদার ডান হাতের বাহু ঝলসে গিয়েছে। আহত রাশিদাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান দখিনের খবরকে বলেন, রাশিদার ডান হাতের বাহু ঝলসানো এবং ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আহত রাশিদা দখিনের খবরকে জানান, জমিতে শাঁক তুলতে গেলে অনার্থক আমাকে ও আমার জা রুনুকে গালমন্দ করতে থাকে। এর প্রতিবাদ করলে তিনি (বিউটি) বুটের ডাল সেদ্ধ করা গরম পানি আমার শরীরে ঢেলে দেয়। এ সময় তার স্বামী আবদুল হামেদ, মেয়ে তানজিলা, শম্পা ও ছেলে রনি আমাকে এবং আমার জা রুনুকে মারধরে করেছে। আমতলী থানার ওসি মো. সহিদ উল্যাহ দখিনের খবরকে বলেন, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।”
Leave a Reply