কাঠালিয়া প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর কচুয়া-বেতাগী খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রম্যমান আদালত ইজারাদারকে দশ হাজার টাকা জরিমানা করেছে। ১৮ আগষ্ট মঙ্গলবার বিষখালী নদীর কচুয়া-বেতাগী খেয়া ঘাটে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এ অভিযান চালান। এ সময় ইজারাদার মোঃ নুরুল হককে খেয়া পারা-পারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার জন্যে দশ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য যে, সুফল চন্দ্র গোলদার নির্বাহী অফিসার হিসেবে কাঠালিয়া উপজেলায় যোগদান করার পর থেকে একাধিকবার এ খেয়াঘাটে অভিযান চালায়। অভিযান টের পেয়ে প্রতিবারই ইজারাদার নুরুল হক পালিয়ে যান। এলাকাবাসী ইউএনও’র এ উদ্দ্যোগের স্বাগত জানায় এবং অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।
Leave a Reply