বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল-১ আসনের সাংসদ ও পার্বত্য শান্তি চুক্তির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, “জাতির জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর মক্তিযুদ্ধের চেতনা নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিলো। ওই সময় মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে ভয় পেত। আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় থাকেন তখন দেশে ব্যাপক উন্নয়ন হয়। তাই তিনি নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য নেতাকর্মী তথা বরিশাল বাসির কাছে দাবি জানান। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চল মানুষকে মনে প্রানে ভালোবাসেন। তারই ধারাবাহিকতায় বরিশালে ব্যাপক উন্নয়ন করছেন এবং ভোলা থেকে গ্যাস বরিশালে আনার কার্যক্রম শুরু করছেন”। পার্বত্য শান্তি চুক্তির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে পূর্নমন্ত্রী মর্যাদা দেওয়া হয়। তিনি বুধবার দুপুরে ঢাকা থেকে বিমান যোগে বরিশাল বিমান বন্দরে পৌছালে বরিশাল জেলা আ’লীগ ও বাবুগঞ্জ উপজেলা আ’লীগ কর্তৃক দেয়া যৌথ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা না নিয়ে নেপালের কাঠমুন্ডে বিমান র্দূঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করেন। বরিশাল জেলা আ’লীগের সহ- সভাপতি মোঃ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও এ্যাডঃ মুনসুর আহম্মেদ’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এমপি, সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র নাথ শম্ভু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, বরিশাল মহানগর সভাপতি এ্যাডঃ গোলাম আব্বাস চৌধুরী, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনসহ ১০টি উপজেলার চেয়ারম্যান, মেয়রসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply