উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে লম্পট কর্তৃক বিয়ের প্রলোভন দেখিয়ে এক হতদরিদ্র যুবতিকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে লম্পটের বাড়ীতে বিয়ের দাবীতে অনশন করতে গিয়ে হামলার শিকার হয়েছে যুবতি। ভুক্তভোগী সুত্রে জানা যায়- উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের আইয়ুব আলি হাওলাদারের ছেলে ২ সন্তানের জনক লম্পট ছরোয়ার হোসেন হাওলাদার(৩৫) একই গ্রামের মৃত কাসেম মৃধার হতদরিদ্র মেয়েকে সরলতার সুযোগ নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করেছে। ২৪ আগষ্ট ওই যুবতি বিয়ের কথা বললে তালবাহানা শুরু করে ছরোয়ার। কোন উপায়ন্তু না পেয়ে পরের দিন সকাল ১০ টায় লম্পটের বাড়ীতে বিয়ের দাবীতে অনশন করে। ১২ টার দিকে লম্পটের পরিবারের সদস্যরা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। তবে ছরোয়ার অনশনের বিষয়টি জানতে পেরে বাড়ী ছেড়ে পালিয়ে বেরাচ্ছে। এব্যাপারে ভুক্তভোগী যুবতি সাংবাদিকদের কান্নার কন্ঠে অভিযোগ করে বলেন, ছরোয়ার আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে অবৈধ ভাবে দৈহিক মেলামেশা করতে বাধ্য করিয়েছে। এখন সে আমাকে বিয়ে করতে রাজী না হয়ে নানা তালবাহানা শুরু করেছে। আরো বলেন, আমরা গরীব অসহায় আমার কোন অভিবাবক নেই তাই মামলা করতে সাহস পাচ্ছিনা। এমনকী ছরোয়ারের হুমকীর মুখে ভয়ে থানায় যেতে পারছিনা। ওই প্রভাবশালী লম্পটের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন যুবতি। অভিযুক্ত ছরোয়ারের কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তাদের অবৈধ ভাবে মেলামেশার কোন প্রমান নেই বলে তিনি এড়িয়ে যান। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে থানায় আসলে মামলা নেয়া হবে।’
Leave a Reply