কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নূর মোহাম্মদ এমপির ব্যক্তিগত সচিব মামুনুর রহমান মামুন তার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সচিব নূর মোহাম্মদ গত কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর করোনার উপসর্গ দেখা দিলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। শুক্রবার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
এমপির পিএস আরো বলেন, করোনাভাইরাস যেহেতু একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয় তাই সকলের স্বার্থে আগামী কয়েকদিনের জন্য কটিয়াদী-পাকুন্দিয়ায় স্যারের বিভিন্ন কর্মসূচি এবং নেতাকর্মীসহ সকলের সাক্ষাৎ থেকে নিজেকে তিনি বিরত রেখেছেন।
এদিকে কটিয়াদী ও পাকুন্দিয়ার গণমানুষের নেতা করোনায় আক্রান্ত হওয়ায় কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিনসহ কটিয়াদী ও পাকুন্দিয়াবাসী দুঃখ প্রকাশ করেছেন এবং এমপি মহোদয়ের দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে তার নির্বাচনী এলাকার জনগণের পাশে ছিলেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। কটিয়াদী-পাকুন্দিয়ার বাজার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের খোঁজখবর নিয়েছেন। সরকারের পাশাপাশি তিনি নিজস্ব অর্থায়নে অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করে আসছেন।
Leave a Reply