গৌরনদী প্রতিবেদক ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র পল্লী কর্ম সংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী-২ (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় গত দুই বছর ধরে বরিশালের গৌরনদীতে কর্মরত ৭০ জন এলসিএস মহিলা কর্মীর সঞ্চয়কৃত অর্থের চেক প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে গতকাল বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র এপিএস মোঃ খাইরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এলজিইডি’র পল্লী কর্ম সংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচী-২ (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় গত দুই বছর ধরে বরিশালের গৌরনদীতে কর্মরত ৭০ জন এলসিএস মহিলা কর্মীর মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক প্রদান করেন।
Leave a Reply