বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ ডিবিসি নিউজ এর বরিশালের ক্যামেরা পার্সন সুমন হাসানের উপর সম্প্রতি বরিশাল ডিবি পুলিশের নির্মম নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকেরগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ (সোমবার) বিকাল ৪টায় বাকেরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মিজানুর রহমান মল্লিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম, সহ-সভাপতি এইচ.এম খলিলুর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ বাপ্পি। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, দপ্তর সম্পাদক অরুন চন্দ্র দাস, অর্থ বিষয়ক সম্পাদক কাওসার হোসেন নোমান ডাকুয়া, সহ-দপ্তর সম্পাদক সফিক খান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান মাহফুজ, সাহিত্য সম্পাদক এস.এম পলাশ, ক্রীড়া সম্পাদক রুবেল আহমেদ, এইচ.এম শাহ আলম শাহ, বশির আহম্মেদ, রিয়াজ শরীফ, উত্তম কুমার, সজল খাসকেল, কাওসার হোসেন, ইমরান খান, লিটন মৃধা, রেজাউল ইসলাম বশির, শুভ, মেহেদী হাসান বাপ্পি, আবুল বশার, দেলোয়ার, রিপনসহ সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিনা দোষে সুমনের উপর নির্যাতন করেছে ডিবি’র কতিপয় পুলিশ সদস্য। এর মাধ্যমে সমগ্র সাংবাদিক সমাজের উপর নির্যাতন করা হয়েছে। বক্তারা আরও বলেন, একজন সাংবাদিক যদি পুলিশের কাছে নিরপদ না হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে। পুলিশ বাহিনীর মত একটি সুশৃঙ্খল বাহিনীতে কিছু অসুস্থ্য ও মাদকাশক্ত পুলিশ সদস্য বরাবরই বাহিনীর সুনামক্ষুন্ন করতে বিভিন্ন অপরাধ করে থাকে। যেমনটি হয়েছিলো ডিবিসির ক্যামেরা পার্সন হাসান সুমনের সাথে। তার কি অপরাধ ছিলো, যে তাকে ধরে নিয়ে নির্মমভাবে হাত কড়া পরিয়ে নির্যাতন করা হয়েছে। তার শুধু একটি অপরাধ, সেটি হলো পুলিশের কাছে তথ্য চাওয়া। তথ্য চাওয়ার অধিকার শুধু সাংবাদিকদের নয়, বাংলাদেশের সকল নাগরিকের অধিকার রয়েছে। পরবর্তীতে দেখা গেলো তদন্তে অভিযুক্ত ডিবি পুলিশ সদস্যরা দোষী হওয়ায় তাদেরকে জামাই আদরে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এঘটনায় কেনো তাদের বিরুদ্ধে মামলা হলো না? সেটি জানতে চাই। সাথে সাথে হাসান সুমনের উপর বর্বরচিত হামলার সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। যাতে করে ভবিষ্যতে কোনো পুলিশ সদস্য এরকম অন্যায় করতে ভয় পায়।
Leave a Reply