গৌরনদী প্রতিনিধি ॥ গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বরিশালের গৌরনদী উপজেলার এক নারী ইউপি সদস্যের ভাসুরের বসত ঘরের পেছন থেকে মাটির হাড়িতে ভরে পুতে রাখা অবস্থায় ৫টি হাতবোমা (ককটেল) উদ্ধার উদ্ধার করা হয়েছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, থানা পুলিশ পোপন সূত্রে খবর পায় যে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য হেলেনা বেগমের ভাসুর সোবহান মৃধার বসত ঘরের পেছনে শক্তিশালী বোমা পোতা রয়েছে। এর পর তারা ওই শক্তিশালী বোমা উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর সহয়তা চায়। এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর ৭পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন সাতিল এর নেতৃত্বে ওই বাহিনীর ১১ সদস্যের একটি ইউনিট ও গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে গৌরনদী মডেল থানা পুলিশের একটি টীম সেখানে পৌছে শনিবার বেলা ১১টার দিকে শক্তিশালী বোমা উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় বসে মাটি খুড়ে দুপুর দেড়টার দিকে তারা সেখানে একটি মাটির হাড়িতে ভর্তি ৫টি হাতবোমা (ককটেল) এর সন্ধান পায়। পরে তা বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়।
উদ্ধার অভিযান শেষে দুপুর ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ এক য়ৌথ সংবাদ ব্রিফিং করে উদ্ধার অভিযানের বিস্তারিত বর্ননা করেন। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় কি ধরনের আইনগত ব্যাবস্থা নেয়া যায় এখন পর্যন্ত তার পর্যালোচনা চলছে। ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।
Leave a Reply