নিজস্ব প্রতিবেদক ॥ ধরা ছোয়ার বাইরে রয়েছে নগরীর স্ব রোডে ছাত্রী উত্ত্যক্তকারী ও ছাত্রীর বাবা চাচাকে মারধর ও ছিনতাই মামলার প্রধান আসামী তাবিদ আহমেদ। ঘটনা ও মামলা দায়েরের এক মাসেরও বেশী সময় পার হলেও তাকে গ্রেফতার করতে পারেনি কাউনিয়া থানা পুলিশ। বাদী পক্ষের অভিযোগ, তাবিদের বাবা বরিশালের কুখ্যাত সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত পানামা ফারুকের ভাই মনা আহমেদ প্রভাবশালী হওয়ায় তাকে গ্রেফতারে নিষ্ক্রীয় ভুমিকা পালন করছে পুলিশ। আর প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় এবং গ্রেফতার হওয়া অপর ৩ আসামী জামিনে থাকায় আতংক ও নানা ভীতিকর শংকায় রয়েছেন বাদী পরিবার।
মামলার বাদী মেয়ের মা শাহানা সুলতানা বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেফতার না করার বিষয়টি নিয়ে পরিবারের সকল সদস্যরা মহা আতংকে আছি। পুলিশ মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হলেও তাবিদ কে গ্রেফতার না করার বিষয়টি রহস্যজনক। তিনি বলেন, আমার মেয়ে ভয় ও আতংকে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। বাহিরে বের হওয়া তো দূরের কথা ভয়ে বাসার ছাদেও উঠছে না।
মামলা সুত্রে জানা গেছে, নগরীর স্ব রোড এলাকার বাসিন্দা সৈয়দ সাফায়েত হোসেনের বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী সৈয়দা সানজানাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতো তাবিদসহ তার সঙ্গীরা। এ ঘটনার প্রতিবাদ করলে গত ২২ জুলাই রাত ৮ টার দিকে টাউন স্কুলের সামনে বসে সানজানার বাবা সাফায়েত ও চাচা খাইরুল আলী সায়েম কে কুপিয়ে জখম করে তাবিদ ও তার দলবল। এ ঘটনায় তাবিদসহ ৫ জন ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে পরের দিন কাউনিয়া থানায় মেয়ের মা শাহানা সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ছগির হোসেন জানায়, আসামী তাবিদকে গ্রেফতারের জোড় চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীরা বাদীকে ভয়ভীতি দেখানোর বিষয়ে তিনি বলেন, বাদীকে থানায় এসে সাধারন ডায়েরী করার জন্য বলা হয়েছে। সাধারন ডায়েরী করলেই আমরা ব্যবস্থা নিতে পারবো বলে জানান ইন্সপেক্টর ছগির হোসেন।
Leave a Reply