ভান্ডারিয়া প্রতিনিধি ॥ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলার এপি -এর উদ্যেগে কভিড ১৯ ক্ষতিগ্রস্থ অসচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল মানিট্রান্সফারের মাধ্যমে মোবাইল বিকাশের মাধ্যমে নগদ অর্থপ্রদান, বাধাগ্রস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, করোনা প্রতিরোধক হাইজিন কিট ও হাত ধোয়াসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমূল আলম উপস্থিত থেকে এসকল উপরকরণ বিতরণ করা হয়। এসময় অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা সচিন্দ্র নাথ দাশ, এপি ম্যানেজার জন পলডি’রোজারিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার প্রোগ্রাম অফিসার, স্বপনহালদার, আগস্টিন সরকার, মানিক হালদার, , এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্ম এলাকায় ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, গ্রাম উন্নয়ন কমিটি ও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে প্রতিটি পরিবারে তিন হাজার পঞ্চন্ন টাকা করে মোট ৫শত ৬৩টি পরিবারে মোবাইল মানিট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ প্রদান, ৭শত বাধাগ্রস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, ৩শত পরিবারে করোনা প্রতিরোধক হাইজিনকিট ও হাত ধোয়ার উপকরন ও ১শত পরিবারে শাক সবজি ও বেড়াজাল বিতরণ করা হয়।
Leave a Reply