ফরহাদ হোসেন মেহের, লালমোহন ॥ ভোলার লালমোহনে করোনাকালীন সময়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারে অবস্থিত ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় একশত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে বৃত্তি প্রদান করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানের আয়োজন করেছে দ্বীপ উন্নয়ন সোসাইটি ও ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। বৃত্তি প্রদানকালে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রতিবন্ধী শিশুরা এখন সমাজের বোঝা নয়। তারাও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সমাজে প্রতিবন্ধীরাও কোনো প্রকার সংকোচ ছাড়াই মাথা উঁচু করে দাঁড়াতে পারছে।
দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনূছ মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মো. শফিকুল ইসলাম বাদল, এমপি শাওনের জৈষ্ঠ পুত্র ইশরাক চৌধুরী নাওয়াল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ প্রমুখ।
Leave a Reply