পিরোজপুর জেলা প্রতিনিধি ॥ মেধাবী রাজনৈতিক পরিবারের সন্তান গুয়ারেখা ইউনিয়নের সুতার পরিবারের ঐতিহ্য ধরে রাখার জন্য এলাকার বেশীরভাগ লোকজন উঠেপড়ে লেগেছে আগামীর চেয়ারম্যান প্রার্থী হিসাবে দেখতে। গুয়ারেখা ইউনিয়নের মধ্যে অতি সুপরিচিত পরিবারের সন্তান ডাঃ সৌরভ সুতারের যোগ্য বাবা প্রবীণ সহকারী প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সুতারকে নিয়ে এলাকার বেশীরভাগ লোকজন স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে আগামীর চেয়ারম্যান প্রার্থী হিসাবে। সদালাপী ও সুশিক্ষায় শিক্ষিত পরিবারের লোকজন সর্বদিক দিয়ে সুপরিচিত কাজে ও কর্মের মাধ্যমে। আর হ্যা পাঠকদের জন্য বলছিলাম পিরোজপুর জেলার মধ্যে স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের আগামী নির্বাচনী ভাবনা নিয়ে। সরেজমিনে ইউনিয়নের বেশীরভাগ ওয়ার্ডের বাসিন্দারা নুতন মুখের প্রার্থী নিয়ে ভাবছে । এলাকায় সাধারণ মানুষ চায় যোগ্য নেতৃত্ব দিয়ে এলাকায় সাধারণ মানুষের উন্নয়ন। চিকিৎসা সেবা থেকে শুরু করে আইনি সুবিধা পাওয়ার অধিকার সাধারণ মানুষের। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে একটি কথাই বেশী উচ্চারিত হচ্ছে এবার নুতন কিছু করতে হবে। এলাকার স্বার্থে বহু প্রবীণ লোকজন গণ মাধ্যম কর্মীদের বলেন, আমাদের এলাকায় একবাক্যে সুতার বাড়ির নাম ডাক সর্বজন স্বীকৃত। কার্তিক, নিতাই, শঙ্কর সহ মিনতি মন্ডল সহ সুপ্রিয়া, বনলতা গংরা একবাক্যে বলেন, যোগ্যতার মাপকাঠি দিয়ে সর্বময় সেরা বলা যায়। সামাজিক পদমর্যাদা সহ সকল বিষয়ে শতভাগ সেরা। তবে ভিন্ন কথা বলেন এলাকার বহু শিক্ষকরা। তারা বলেন, আমাদের এলাকায় সকলের গর্ব ডাক্তার পরিবার। শুধু ডাক্তার পরিবারই নয় বরং শিক্ষিত রাজনৈতিক পরিবারও বলা যায়। আর হ্যা আমরা বলছিলাম চিকিৎসা সেবার অন্যতম সমাজ সেবক ডাঃ সৌরভ সুতারের বাবা ও স্ত্রী ডাঃ ইন্দ্রানীর শশুর এবং সংরক্ষিত আসনের মহিলা জনপ্রতিনিধি কমলা রানী মন্ডলের স্বামী বাবু সাবেক শিক্ষক ও মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সুতারের কথা। সর্বদিক দিয়ে সুপরিচিত একটি নাম একটি রোল মডেল গুয়ারেখা ইউনিয়নের মধ্যে। সরেজমিনে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান সহ ইউনিয়নের সাবেক সকল জনপ্রতিনিধি ও বেশির ভাগ বর্তমান জনপ্রতিনিধিরা একবাক্যে যোগ্য প্রার্থী হিসাবে মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক সুভাষ চন্দ্র সুতারের নাম উল্লেখ করেন অকপটে। সমাজের বেশীরভাগ শীর্ষ রাজনৈতিক নেতারা সহমত পোষণ করেন। পাশাপাশি দিনমজুর সহ শ্রমিক ইউনিয়নের লোকজনও একবাক্যে এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নুতন মুখের প্রার্থী হিসাবে সুভাষ চন্দ্র সুতারকে দেখতে চায়। হত দরিদ্র পরিবারের লোকজন গণ মাধ্যম কর্মীদের বলেন, আমাদের সকলের প্রাণের দাবি আমরা সকলেই আগামীর চেয়ারম্যান প্রার্থী হিসাবে পেতে চাই সুভাষ চন্দ্র সুতারকে। তবে মজার বিষয় ইউনিয়নের বেশীরভাগ চায়ের দোকান গুলোতে বেশীরভাগ আলোচনায় সকলের শীর্ষে অবস্থান সুভাষ চন্দ্র সুতারের নাম।
এদিকে কথা হয় গুয়ারেখা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু সুভাষ চন্দ্র সুতারের সাথে। গন মাধ্যমের সাথে আলোচনায় তিনি একটি কথা বলেন, আমি বরাবরই মানুষের পাশে দাড়িয়েছে। যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি দেশের জন্য। আর এবার মানুষের ভালবাসার প্রতিদান দিতে চাই সমাজ সেবার মাধ্যমে। আসলে হিংসা সহ লোভ কখনোই ধারেকাছেও আসতে পারেনি। আমার ছেলে ও ছেলের বউ ডাক্তার। মানবতার ফেরিওয়ালা আমাদের গোটা পরিবার। আমার স্ত্রী জনপ্রতিনিধি আর মেয়ে স্কুল শিক্ষিকা। সব মিলিয়ে আমি মানবতার ফেরিওয়ালা হিসাবে নিজের বিলিয়ে দিতে চাই। সর্বশেষ তথ্য মতে গুয়ারেখা ইউনিয়নের বেশীরভাগ লোকজন নুতন মুখের চেয়ারম্যান প্রার্থী হিসাবে সুভাষ চন্দ্র সুতারকে পেতে দারুণ আগ্রহী প্রকাশ করেন।
Leave a Reply