চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনের দুলারহাট থানার ওসি মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার তাকে প্রত্যাহার করে ভোলা পুলিশ লাইন ওয়ারে সংযুক্ত করা হয়েছে বলে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয় সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। জানাযায়, ওসি ইকবাল হোসেন ২০১৯ সনের ২৫ ডিসেম্বার ওসি হিসেবে চরফ্যাসন উপজেলার দুলারহাট থানায় যোগদান করেন। যোগদানের পরপরই তিনি অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পরেন। দুলারহাট থানা এলাকায় ওসি ইকবাল হোসেনের নানান অনিয়মের অভিযোগে ফুঁসে উঠেছেন দুলারহাট থানা এলাকার মানুষ। বিতর্কিত ওসি ইকবাল হোসেনকে প্রত্যাহারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রত্যাহারকৃত ওসি ইকবাল হোসেনের ব্যাক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, এলাকায় তার অনিয়ম বা দূর্নীতির বিষয়টি আমার জানা নাই । তবে বাংলাদেশ পুলিশ হেডকোয়াটরের আদেশে তাকে প্রত্যাহার করে ভোলা পুলিশ লাইন ওয়ারে সংযুক্ত করা হয়েছে।
Leave a Reply