গৌরনদী প্রতিবেদক॥ গ্রামীণ জনগোষ্ঠী’র পুষ্টি’র চাহিদা পূরন, পরিবেশ রক্ষা ও সমাজের বিত্তবানদের মাঝে ইতিবাচক প্রতিযোগীতা সৃষ্টির লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১৪ কিলোমিটার সড়কে নানা প্রকার ফলদ-বনজ, ঔষধী ও পুস্পবৃক্ষরাজি রোপনের মাধ্যমে ওই ইউনিয়নে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধন করা হয়েছে।
গত প্রায় এক মাসব্যাপী ওই ইউনিয়নের বিভিন্ন সড়কের দু’পাশে ফলদ-বনজ, ঔষধী পুস্পবৃক্ষের চারা বৃক্ষরোপণ শেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়নের পশ্চিম বেজহার থেকে হাপানিয়া পর্যন্ত শাহ ছূফী মাওলানা হাবিবুর রহমান সড়কে আনুষ্ঠানিক ভাবে ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধণ করা হয়। এর আগে এলাকায় একটি র্যালী বের করা হয়। গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যান গার্ডেনের শুভ উদ্বোধণ করেন।
মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, সদস্য মোঃ মামুন মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সাঁন্টু ভূইয়া, ইউপি সদস্য শাহাদাৎ হাওলাদার, মিজানুর রহমান, নুর আলম সরদার, হাসান আল মামুন, মিন্টু শিকদার, বাবুল রায় প্রমূখ।
Leave a Reply