গৌরনদী প্রতিবেদক ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একজন পরিদর্শক ও একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে তাদের পৃথক দুটি টীম গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ১ কেজী ৬শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সুত্রে জানাগেছে, গোপন সুত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে তাদের একটি টীম গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বার্থী গ্রামের গাঁজা স¤্রাট ধলু ফকিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ধলু ফকিরের বসত ঘর থেকে কেজী ৫শ গ্রাম গাঁজা উদ্ধার ও ধলু ফকিরের স্ত্রী গাঁজা বিক্রেতা রওশন আরা (৪৫) এবং তার সহযোগী গাঁজা বিক্রেতা রানা ঢালী (২২)কে গ্রেফতার করে। অপরদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুস সাত্তারের নেতৃত্বে তাদের একটি টীম বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী তাঁরা মন্দির এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ১০০গ্রাম গাঁজাসহ বাবু হাওলাদার (২০) নামের অপর এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর রহমান ও উপ-পরিদর্শক আব্দুস সাত্তার বাদি হয়ে ওই তিন গাঁজা বিক্রেতার বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply