পটুয়াখালী ব্যুরো ॥ আঞ্চলিকতার দ্বন্দ্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার ভোরে বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ছাত্রদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসের গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বরিশাল-পটুয়াখালী শিক্ষার্থীদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলছিলো। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের গণরুমে জুনিয়রদের ওঠাকে কেন্দ্র করে বরিশাল ও পটুয়াখালীর শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব আরো বেড়ে যায়। এর জের ধরে শুক্রবার ভোরে সাগর নামের এক শিক্ষার্থীর সঙ্গে বরিশাল অঞ্চলের এক শিক্ষার্থীর তর্ক-বিতর্ক হয়। এ তর্কের ইস্যুতে বরিশাল অঞ্চলের শিক্ষার্থীরা সেহরির সময় পটুয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পটুয়াখালী অঞ্চলের শিক্ষার্থীরা প্রতিরোধে এগিয়ে এলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের পঞ্চম সেমিস্টারের ছাত্র আরাফাত ইসলাম সাগর, কৃষি অনুষদের শাকিল, রিয়াজ, হৃদয়, নোমান, রফিক, আতিক, প্রান্ত, বাপ্পি, সৈকতসহ উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাগর ও হৃদয়কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমান এ ঘটনার দায় একপক্ষ-অপর পক্ষের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো মেহেদী হাসান জানান, পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রক্টর মো মেহেদী হাসান।
Leave a Reply