আল মিরাজ, বরগুনা ॥ বরগুনায় ৩৭টি অতিদরিদ্র পরিবারের নারীদের মাঝে বিনা মূল্যে গাভী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। অতিদরিদ্র পরিবারের আয়বৃদ্ধির জন্য ৩৭ টি পরিবারে মধ্যে ১২টি পরিবারে নারীদের মাঝে ১২টি গাভী ও ২৫টি পরিবারের নারীদের মাঝে ১০০পিচ ঢেউটিন বিতরণ করা হয়েছে। ১২টি পরিবারে দরিদ্র নারীদের মধ্যে ৬টিকে ৬টি বকনা বাছুর ও ৬টিকে ৬টি ষাঁড় গাভী এবং ২৫টি পরিবারে প্রত্যেক দরিদ্র নারীকে ৪পিচ করে ঢেউটিন মোট ৩৭টি অতিদরিদ্র পরিবারের নারীদের মাঝে ইহা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৬জুন)দুপুর ১২টায় বরগুনা গগণ ব্র্যাকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাহবুব আলম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আনিচুর রহমান অতিদরিদ্র পরিবারগুলোর নারী প্রতিনিধির হাতে এই গাভী গরু ও টিন সহয়তা তুলে দেন। এ সময় অনুষ্ঠানে ব্র্যাকের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল-ফারুক, সাংবাদিক মাহবুবুর রহমান অভি, ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক অজিত হালদার ,শাখা ব্যবস্থাপক মো. মাসুম বিল্লাহ, মাঠ সংগঠক রাসেল ,আল-আমিন ,মাকসুদা কলি ও অন্যান্য সদস্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অতিদরিদ্র পরিবারের নারীদের আয়বর্ধমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ করার উদ্দেশ্যে এই সহায়তা দেয়া হয়। এনজিও ব্র্যাকের সহযোগিতায় ৩৭টি পরিবারে অতিদরিদ্র নারীদের মাঝে গাভী ও টিন বিতরণ করা হয়েছে।
Leave a Reply