বাবুগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন নির্বাচনে (বাবুগঞ্জ-মুলাদী)-৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী চাই। আমরা সাংগঠনিক ভাবে অনেক শক্তিশালী। দুই উপজেলার আওয়ামীলীগ ও অংগ সংগঠনগুলো আজ একটি ইস্যুতে একমত পোষন করেছে। দলীয় মনোনয়ন যে পাবে সবাই এক হয়ে তার সাথে কাজ করার অঙ্গিকার বদ্ধ আমরা। বরিশাল-৩ আসনের মানুষ আর ধার করা এমপি চাইনা। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আসল মাঝি চাই! বিগত নির্বাচনে আমরা জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে যে ভুল করেছি আগামীতে আর সে ভুল করতে চাইনা। বাবুগঞ্জে উন্নয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান বাবুগঞ্জ ডিগ্রিকলেজ মিলনায়তনে উপজেলা যুবলীগ আয়োজিত ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তারা। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ মাসুদ করিম লাভু’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, সিনিয়র সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার, শাহিনুল ইসলাম শিকদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার-উজ-জামান মিলন, ইঞ্জিানয়ার শাহরিয়ার আহম্মেদ শিল্পি, বীর প্রতিক রত্তন আলী শরীফ, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বিআর ডিবির সাবেক চেয়ারম্যান খালেদা ওহাব, যুবলীগ সহ সভাপতি আনিচুরর্ হমান মোল্লা, যুবলীগ সাংগঠনিক সম্পাদক হাসানূর রহমান, এম আর বাদল বিশ্বাস, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নূল আবেদীন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, ওয়াকার্স পার্টির নেতা ইউপি চেয়াম্যান আনিচুর রহমান সবুজ, অধ্যাপক গোলাম হোসেন প্রমূখ।
Leave a Reply