স্টাফ রিপোর্টার ॥ বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় থাকা সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, পোষ্টারসহ সকল প্রকার প্রচারণা সামগ্রী অপসারণ শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল সকাল ১০টায় নির্বাচন কমিশন নগরীর ৫টি এলাকায় একযোগে এই অপসারণ কাজ শুরু করে। এরমধ্যে নাজিরের পুল এলাকা থেকে জেলা স্কুল, মড়কখোলা পুল এলাকা থেকে নতুন বাজার বিএম কলেজ এলাকা, নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে কাশীপুর এলাকা, রুপাতলী থেকে দপদপিয়া এলাকা এবং আমতলা মোড় থেকে নথুল্লাবাদ এলাকা পর্যন্ত প্রথম দিন সকল প্রকার প্রচারণা সামগ্রী অপসারণ শুরু করেছে নির্বাচন কমিশন। সহকারি রিটার্নিং অফিসার মোঃ হেলাল উদ্দিন খান জানান, এ কাজে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ ও সিটি কোর্পোরেশনের কর্মকর্তারা সহায়তা করছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই কার্যক্রম আজ শুরু হল। চলবে পুরো নগরী পরিস্কার না হওয়া পর্যন্ত। এসময় অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট এসএম রবিন, জেলা নির্বাচন কর্মকর্তা আঃ মন্নানসহ সিটিকোর্পোরেশনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
Leave a Reply