কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধনকৃত দুই সমিতির ৫৮ জন সদস্যদের মাঝে প্রায় সাড়ে ৭ লাখ ঋন বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলার গোলাপ ও সূর্যমুখী সমবায় সমিতির ওই সদস্যদের হাতে আনুষ্ঠানিক ভাবে ঋনের টাকা তুলে দেয়া হয়। উপজেলা সমবায় অফিসার মো.তহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান, পটুয়াখালী জেলা সমবায় অফিসার মো. আখতার হোসেন, উপজেল কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির নিবন্ধনকৃত দুইটি সমিতির প্রতি সদস্যকে ১২ হাজার ৭০০ টাকা করে সর্বমোট ৭ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা ঋন প্রদান করা হয়েছে ।
Leave a Reply