আরিফুল ইসলাম ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর আ’লীগ দলীয় ভাবে সাধারন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী দিলেও এমন সিদ্ধ:ান্ত থেকে বিরত রয়েছে বরিশাল মহানগর বিএনপি। সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে সাধারন ও সংরক্ষিত আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে মহানগর আ’লীগ। অপর দিকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন শিকদার জানিয়েছেন, আমরা বিসিসি নির্বাচনে সাধারন ও সংরক্ষিত আসনে দলীয়ভাবে কোন প্রার্থী দেবনা। তবে যদি কোন ওয়ার্ডে বিএনপি একাধিক প্রার্থী থাকে সেক্ষেত্রে একক প্রার্থী দেয়ার চিন্তা রয়েছে। তিনি বলেন, আমাদের ভাবনা মেয়র প্রার্থী ত্র্যাড. মজিবুর রহমান সরোয়ার কে বিজয়ী করা। তবে বিসিসির প্রতিটি ওয়ার্ডেই তাদের গ্রহনযোগ্র প্রাথৃি রয়েছে বলে জানান। তথ্য মতে, আগামী ৩০ শে জুলাই বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ দিনের জল্পনা কল্পনা শেষে বরিশাল আ’লীগের নৌকা প্রতিক পেয়েছেন মহানগর আ’লীগের যুগ্ন সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। আর ২০ দলের পক্ষে ধানের শীষ প্রতিক নিয়ে বিসিসি মেয়র পদে কেন্দ্রিয় বিএনপির যুগ্ন মহাসচিব ত্র্যাড. মজিবুর রহমান সরোয়ার নির্বাচন করবেন। এদের পাশাপাশি দলীয় প্রতিকে ৩০ টি সাধারন ওয়ার্ড ও ১০ টি সংরক্ষিত আসনের যে সকল কাউন্সিলর প্রার্থিরা নির্বাচন করবেন তারাও এবার দল থেকে মনোনয়ন ক্রয় করেছেন। দল বিবেচনার মাধ্যমে তাদের প্রতিনিধিকে মনোনয়ন দিয়েছেন ( শুধু মাত্র ২০ ও ২৩ নং ওয়ার্ড বাদে)। এ ভাবে শুধু মাত্র সরকার দলীয়রাই পেয়েছেন। অপর দিকে বিএনপির ওয়ার্ড মনোনয়ন নেয়ার বিষয় তেমন কোন তোড় জোড় না থাকায় তাদের পক্ষ থেকে দলীয় কোন তালিকা প্রকাশিত হয়নী। তৃনমুলরা বলছে এবারের নির্বাচনে কাউন্সিলর নয় তাদের ভাবনা বরিশাল বিএনপির অভিভাবক মেয়র পদে সরোয়ারকে নিয়ে। তাই দলের সবাই মিলে ব্যাস্থ মেয়র পদে বিএনপিকে কিভাবে জয় লাভ করানো যায়। ফলে কাউন্সিলর পদে যারা যারা বিএনপির হয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন তারা নিজেই নিজেদের সিদ্ধান্ত মোতাবেক কাজ করছেন। তবে এক ওয়ার্ডে একের অধিক বিএনপির প্রার্থী থাকলে দল থেকে বিষয়টি দেখার কথা বললেও মুলত দলীয় ভাবে কোন ঘোষনা দিবেনা বিএনপি। এ দিকে বিষয়টি মাথায় রেখেই এবারের নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর পদে নিজেদের প্রতিদ্ধ›িদ্ধ নিজেরাই, এমন দৃশ্য কম রয়েছে। আজ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আর মাত্র এক মাস বাকি রয়েছে নির্বাচনের। আজ শেষ দিনে দেখার বিষয় কাউন্সিলরদের দলীয় সমর্থন কতোটুকো। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক বর্তমান কাউন্সিলর বলেন, কিছু কিছু ওয়ার্ড বিএনপির নেতারা রয়েছে যারা খুচরা লাভের আশায় আজ অনেকেই মনোনয়ন দাখিল করতে পারে। তবে এরা শেষ পর্যন্ত না গেলেও প্রথমে একটু পরিচিত হওয়ার জন্য এ কাজ করবে। যেহেতু দল থেকে এখনো সরাসরি কাউকে মনোনয়ন না দেওয়ায় এই ঘটনার সৃষ্টি হতে পারে। তার পরেও দলীয় হাই কমান্ডের নির্দেশে বিসিসির সিংহভাগ আসন বিএনপির দখলে থাকার জন্য সবার একত্রিয় হয়ে কাজ করতে হবে। প্রতিকে নির্বাচনের লক্ষে দলীয় মনোনয়ন দিলেও বিএনপির পক্ষ থেকে এখনো এ কার্যক্রম গ্রহন করা হয়নী। এদিকে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়ে সরাসরি মাঠে কাজ না করলেও ভিতরগত ভাবে নির্বাচনী মাঠ গোচাচ্ছে দলীয় কাউন্সিলর প্রার্থীরা। বসে নেই সংরক্ষিত আসনের নারী প্রার্থীরাও। আর বিএনপির সংরক্ষিত নারী প্রার্তীরা প্রচার প্রচারনায় সরাসরি অংশ গ্রহন না করলেও তাদের স্বজনদের মাধ্যমে প্রতিটি এলায় গিয়ে চা চক্র করছে। অর্থাৎ নির্বাচনী আমেজ এখনো শুরু হয়নী নগরীতে। আজ থেকে নির্বাচনী প্রচারনায় সরাসরি অংশ গ্রহন করবে প্রতিটি দলের প্রার্থীরা।
Leave a Reply