আল মিরাজ, বরগুনা ॥ ক্ষুদ্্র ফল ব্যবসায়ীর সাথে ঘর ভাড়ার টাকার লেনদেনে প্রতারনা করায় বরগুনায় ঘর মালিক আবু তালেব এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে ফল ব্যবসায়ী মো. আলম। যার মামলা নং সি আর ৩০৭/২০১৮। বরগুনা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্যেট আদালতে প্রতারণা অভিযোগ এনে তিনি এ মামলা দায়ের করেন। মামলার বিবরণ সূত্রে জানাগেছে আলম একজন ফল ব্যবসায়ী। সে শহরের সদর রোডে আবু তালেব এর ঘর ভাড়া নিয়ে ফলের ব্যবসা করে আসছিল। সেই সুবাধে ঘর মালিক আবু তালেব কৌশলে প্রতারণার উদ্দ্যেশে তার কাছ থেকে পর্যায়ক্রমে ৫ লক্ষ ২৫ হাজার টাকা বিভিন্ন সময় ঘর ভাড়া চুক্তি জামানত ও ধার বাবদ নেয়। কিন্তুু সে ঘর ভাড়া চুক্তি ভঙ্গ করে দোকান ঘর আলমকে বুঝিয়ে না দিয়ে আজ কাল দিবে বলে ঘুরাতে থাকে। একপর্যায় ব্যবসায়ী আলম দোকান ঘর বুঝিয়া না পাওয়ায় জামানত ও ধারের টাকা ফেরৎ চায়। ঘর মালিক ছলচাতুরির আশ্রয় নিয়ে সম্পূর্ন টাকা দিতে আস্বীকার করে। তবে শহরে ফল ব্যবসায়ী সবুজ, বাচ্চু, হালিম, বিমল ও কমল সাংবাদিকদের জানান আবু তালেব ওরফে আবুল মাষ্টার প্রায় লোকের সাথেই প্রতারণা করেছে। প্রতারণা করে অনেক ফল ব্যবসায়ীকে নিঃস্ব করে পথে বসিয়ে দিয়েছে। তারা আরো জানান আবু তালেব ওরফে আবুল মাষ্টার কোন স্কুলের মাষ্টার না হয়েও মাষ্টার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছে। আবু তালেব ওরফে আবুল মাষ্টারের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন যে এ ব্যাপারে পৌরসভায় শালিস মিমাংসা কথা রয়েছে।
Leave a Reply