বানারীপাড়া প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যেতে না চাইলেও বিএনপি দলীয় সাবেক হুইপ ও জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সৈয়দ শহীদুল হক জামাল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার দিনভর তিনি বানারীপাড়া পৌর শহর,বন্দর বাজার,উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী বাজার ও শিয়ালকাঠি,সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার,উদয়কাঠি ও বিশারকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি দাবী করেন বিএনপির একটি বৃহৎ অংশ তার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে। তবে তিনি সংসদ ভেঙ্গে নির্বাচন দেওয়ারও দাবী জানান। এসময় তার অনুসারী দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও বিএনপি দলীয় তিন বারের সাবেক এমপি ও সাবেক হুইপ সংস্কারপন্থি নেতা সৈয়দ শহীদুল হক জামালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার এ ঘোষণার মধ্য দিয়ে বিএনপি ভাঙার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত বহন করে।
Leave a Reply