রজিপিুর প্রতিবেদক ॥ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝালকাঠি রাজাপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রাজাপুর পাইলট মডেল বালক বিদ্যালয়ে উপজেলা র্নিবাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান একদিনের ফুটবল টুর্ণামেন্ট উদ্ভোধন ঘোষনা করেন।
এ ফুটবল টুর্ণামেন্টে রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে রাজাপুর সদর ইউনিয়ন, গালুয়া ইউনিয়ন,মঠবাড়ী ইউনিয়ন ও বড়ইয়া ইউনিয়ন পরিষদের টিম অংশ নেন। প্রথম সেমিফাইনাল খেলায় মঠবাড়ী একাদশ চার গোলে বড়ইয়া একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। দ্বিতীয় সেমিফাইনালে উত্তেজনাপূর্ন ম্যাচে রাজাপুর সদর ইউনিয়ন বনাম গালুয়া ইউনিয়নের র্নিধারিত সময়ে এক এক গোলে সমতা ট্রাইবেকারে তিন শূন্য গোলে গালুয়া ইউনিয়ন পরিষদ পরাজিত হয় এবং রাজাপুর সদর ইউনিয়ন ও মঠবাড়ী ইউনিয়ন পরিষদের মধ্যে বিকাল চারটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মঠবাড়ী ইউনিয়ন একাদশ তিন শুন্যতে রাজাপুর সদর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন টিম কে এলইডি ৩২ ইঞ্চি টিভি প্রদান করেন।রাজাপুর ক্রিয়া সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসন এ টুর্ণামেন্টের আয়োজন করেন। এছারাও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এএইচএম আলহাজ্ব খায়রুল আলম সরফরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, থানা ভারপ্্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফিন,মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার,রাজাপুর ক্রিরা সংস্থার সহ সভাপতি মো.জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান মোল্লা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আল আমীন বাকলাই,রাজাপুর মডেল বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মাহমুদা খানম, রাজাপুর উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলামসহ অসংখ্য ক্রীয়ামোদী দর্শক উপস্থিত হয়ে এ খেলা উপভোগ করেন।
খেলা পরিচালনা করেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার রেফারী রতন লাল বসু, দেবাশীষ ঘরামী দেবু। লাইন্স ম্যানের দায়ীত্বে ছিলেন বাবু নিত্যানন্দ সাহা, মোঃ ইউনুচ গাজী। টুর্ণামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন মঠবাড়ী ইউনিয়ন একাদশের খান মোহাম্মদ তাজ। তাকে ক্রেষ্ট ও নগদ ৫হাজার টাকা পুরস্কার দেয়া হয়।
Leave a Reply