নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলা সদরের তিনটি সড়ক একটু বৃষ্টি হলেই কাদা পানিতে একাকার হয়ে যায়। সড়ক তিনটি হলো, উপজেলা গেট-উপজেলা ভূমি অফিস, গৌরনদী বাসস্ট্যান্ড-গৌরনদী বন্দর, এবং গৌরনদী বাসস্ট্যান্ড-ভায়া গৌরনদী বন্দর-শরিকল সড়ক। গুরুত্বপূর্ণ সব সড়কের বিভিন্ন স্থানের পিচ ও খোয়া উঠে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেগুলো কাদা-পানিতে একাকার হয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে যায়। প্রতিদিন এ সব সড়ক ব্যবহারকারি কয়েক হাজার স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা এ জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে। এসব সড়কে দুর্ঘটনায় প্রায়ই যাত্রীরা আহত হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা গেট থেকে উপজেলা ভূমি অফিস পর্যন্ত ১৭০মিটার এবং গৌরনদী বাসস্ট্যান্ড থেকে গৌরনদী বন্দর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিস ও খোয়ার ঢালাই উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যে গৌরনদী বন্দর ও গৌরনদী বাসস্ট্যান্ড সড়কের খানাখন্দগুলো ইটের খোয়া ও বালু দিয়ে জোড়াতালি দেওয়া হলেও, তা দ্রুত উঠে যাচ্ছে। এতে কয়েক দিনের জন্য সমস্যা কিছুটা লাঘব হলেও বর্ষায় কাদা-পানিতে একাকার হয়ে যায়। সামান্য বৃষ্টি হলেই এসব সড়কের ক্যাথলিক মিশনের গেট, উপজেলা গেট, গৌরনদী বন্দর রিকশা স্ট্যান্ডের পূর্ব পাশের এলাকার বড় বড় গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকা দিয়ে জীবনের ঝুকি নিয়ে যানবাহন চলাচল করে। এসব গর্তে রিকশা, মালবাহী ভ্যান, অটোরিকশা, পিকআপ, মিনি ট্রাক পড়ে বিকল হয়ে যায়। এ ছাড়া সবচেয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে উপজেলা গেট থেকে উপজেলা ভূমি অফিস পর্যন্ত ১৭০ মিটার সড়কের। সড়কটির এমন অবস্থা হয়েছে যে এ রাস্তা দিয়ে ঠিকভাবে হাঁটাচলাও করা যায় না। উপজেলা গেট থেকে শুরু করে গৌরনদী বন্দর পর্যন্ত বিস্তৃত গোলাম মালেক মৃধা সড়কেরও বেহাল অবস্থা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না-থাকায় সড়কের বিভিন্নস্থানে পানি জমে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। গৌরনদী বাসস্ট্যান্ড-ভায়া গৌরনদী বন্দর-শরিকল সড়কের অবস্থাও অবর্ণনীয়।
গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানান, উপজেলা পরিষদের অর্থায়নে সম্প্রতি উপজেলা গেট থেকে উপজেলা ভূমি অফিস পর্যন্ত ১৭০ মিটার সড়কের সংস্কার কাজের টেন্ডার হয়েছে। এছাড়া গৌরনদী বাসস্ট্যান্ড- ভায়া গৌরনদী বন্দর-শরিকল সড়কের সংস্কার কাজের জন্য হেভি রেইনফল প্রকল্পে (ডিপিপি) অন্তর্ভূক্ত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে শিগগির এ সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন জানান, উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ভূমি অফিস থেকে উপজেলা গেট পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।
Leave a Reply