কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়খালীর কলাপাড়ায় মেধাবী শিক্ষার্থী সানজিদা জামান রিমতি’র থ্যালাসমিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। হাজারো মানুষের ভালোবাসার অশ্রুজলে সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়ীত হলেন। মঙ্গলবার সকালে পৌর শহরের এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে এতিমখানা গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
সানজিদা জামান রিমতি’র পারিবারিক সূত্র জানায়, রবিবার (৮ জুলাই ) হঠাৎ থ্যালাসমিয়া রোগে সে আক্রান্ত হয়। ওইদিন তাকে ঢাকা সরোর্য়াদী হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকাল সাড়ে দশটায় সবাইকে কাদিয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। রিমতির মৃত্যুর খবর মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ওইদিন রাত ১২টা এ্যাম্বুলেন্সযোগে রিমতির মরাদেহ গ্রামের বাড়ি কলাপাড়া পৌরশহরের ৪নং ওয়ার্ডে নিয়ে আসা হয়। মেধাবী, সদালাপী ও সদাহাস্যময়ী এ শিক্ষার্থীর স্বজনদের গগণ বিদারি আহাজারিতে ভারি হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। রিমতিকে একনজর দেখতে গভীর রাত থেকেই ভিড় জমায় হাজারো মানুষ। প্রিয় কন্যা সন্তানের কফিন বাবার কাধে। বহন করে নিয়ে যাচ্ছেন দাফনের জন্য। এসময় কান্না জড়িত কন্ঠে রিমতির পিতা কামরুজ্জামান মাসুম বলতে থাকেন, আমার সাথে রাগ করেছে, আমার মা চলে গেছে ফিরবেনা আর। প্রিয় কন্যা সন্তানের জন্য পিতার এমন আহাজারিতে জানাযায় উপস্থিত হাজারো মানুষের চোখে নামে অশ্রুর বান। উল্লেখ, কলাপাড়া পৌরশহরের এতিমখানা রোডের বাসিন্দা উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কামরুজ্জামান মাসুমের কন্যা। সে কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসিতে এ প্লাস, ২০১৭ সালে এমবি কলেজ থেকে এইচএসসিতে এ প্লাস পেয়ে ঢাকা সিটি কলেজে একাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী ছিলেন।
Leave a Reply