বানারীপাড়া প্রতিবেদক॥ বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন পরীক্ষামূলক সম্প্রচারে থাকা বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসটিভি বাংলায় বরিশাল বিভাগীয় প্রধান (ব্যুরো চিফ) পদে নিয়োগ পেয়েছেন। সোমবার রাতে ঢাকার মতিঝিলে এসটিভি বাংলা কার্যালয়ে চ্যানেলটির চেয়ারম্যান সাইফুল কবির সাংবাদিক রাহাদ সুমনের হাতে নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন। এসময় এসটিভি বাংলার নির্বাহী পরিচালক (নিউজ অপারেশন) সাংবাদিক ও কলামিষ্ট সোহেল সানি, উপদেষ্টা মনিরুল ইসলাম হাওলাদার ও এডমিন দেলোয়ার হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত সাংবাদিক রাহাদ সুমন দীর্ঘ প্রায় দুই দশক ধরে বিভিন্ন জাতীয় ও আ লিক দৈনিক পত্রিকায় বানারীপাড়া ও উজিরপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি বর্তমানে দৈনিক ইত্তেফাক, ইংরেজী দৈনিক নিউনেশন, দৈনিক আজকের বার্তা, টিভি চ্যানেল মোহনা টিভি ও সাপ্তাহিক রোববার পত্রিকা সহ বেশ কয়েকটি প্রথম সারির অনলাইন পত্রিকায় কর্মরত রছেন। এর আগে তিনি জাতীয় দৈনিক সমকাল ও আজকের কাগজ সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। তিনি ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১২ বার বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন থেকে আলোকিত বানারীপাড়া বির্নিমানে ভূমিকা রাখছেন। এদিকে সাংবাদিক রাহাদ সুমন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসটিভি বাংলায় বরিশাল বিভাগীয় প্রধান (ব্যুরো চিফ পদে) নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী পদ মর্যাদার পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি, স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মত্রন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর ভাগ্নে সাবেক চিফ হুইপ আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান খান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক, জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, নতুন মুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ. হাই বখ্শ, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার, নাগরিক ফোরামের সভাপতি এসএম হারুন, বানারীপাড়া প্রেসক্লাব সহ-সভাপতি জাকির হোসেন, কেএম শফিকুল আলম জুয়েল, সুজন মোল্লা, ইলিয়াস শেখ, রেজাউল ইসলাম বেল্লাল ও নাঈম মোঘল,সাধারণ সম্পাদক কাওসার হোসেন, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও শফিক শাহিন, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী, কোষাধ্যক্ষ প্রভাষক মামুন আহমেদ, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম শফিক, নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপন, সাইদুল ইসলাম ও সুমন খান, বানারীপাড়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিন শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মোল্লা, সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী প্রমূখ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply