যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে দেশটিতে ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের পাশাপাশি ইউরোপের অনেক দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান ও সীমান্ত যোগাযোগ স্থগিত করেছে।
এর মধ্যে সৌদি আরব সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। সড়ক এবং সমুদ্রপথেও সৌদি আরবে প্রবেশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পরে তা আরও বাড়ানোও হতে পারে।
যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে ভারত আপাতত আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে। দেশটিতে ভ্রমণেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। ৩১ ডিসেম্বর রাত প্রায় ১২টা পর্যন্ত যুক্তরাজ্য থেকে কোনো বিমান ভারতে প্রবেশ করতে পারবে না। আবার ভারত থেকেও কোনো বিমান যুক্তরাজ্যে যাবে না।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হংকং, কানাডা, সুইজারল্যাণ্ড ও জার্মানির পাশাপাশি সর্বশেষ ভারত যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে ৪৮ ঘণ্টার জন্য সীমান্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ফ্রান্স। ফলে সীমান্ত দিয়ে চলাচলকারী লরি এবং ডোভার বন্দর দিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বেলজিয়াম এবং আইরিশ রিপাবলিকও নিষেধাজ্ঞা আরোপের তালিকায় যুক্ত হয়েছে।
এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছিল ভারতে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাজ্যের সঙ্গে আপাতত বিমান চলাচল বন্ধ করতে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এরপরই সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বিমান পরিষেবা মন্ত্রণালয়।
মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তার আগে পর্যন্ত যুক্তরাজ্য থেকে ভারতে পৌঁছানো যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনাভাইরাসের একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করে এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক। তাছাড়া করোনাভাইরাসের নতুন ধরনটি কেবল যুক্তরাজ্যেই নয় আরও কয়েকটি দেশেও দেখা গেছে। এ মাসের শুরুতে নেদারল্যান্ডসে পরীক্ষায় ঠিক একই ধরনের ভাইরাসের স্ট্রেইন পাওয়া গেছে।
অস্ট্রেলিয়াও আজ সোমবার করোনাভাইরাসের অতি-সংক্রামক নতুন ধরনের প্রাদুর্ভাবের কথা জানিয়েছে। যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া দুইজনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
এ প্রেক্ষাপটে সৌদি আরব আপাতত সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে। তবে যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এরই মধ্যে সৌদি আরবে রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না। ওই ফ্লাইটগুলো সৌদি আরব ছেড়ে যেতে পারবে।
Leave a Reply