স্টাফ রিপোর্টার ॥ ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এবারের এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে বিশ্ব জন সংখ্যা দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরিশালের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ডাঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহাবুবুর রহমান, বরিশাল অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট (এডিএম) ইকবাল আক্তার, বরিশাল বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বরিশাল মেডিকেল অফিসার হারুনর রসিদ। আলোচনা সভাশেষে পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগ, বরিশাল জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি এবং শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি বিভাগীয় পর্যায়ের ভোলা জেলার চর কুকরি-মুকরি চেয়ারম্যান আবুল হোসন মহাজন ও বরিশাল জেলার বাবুগঞ্জ উপ-জেলার মাধবপাশা ইউনিয়নের জনপ্রতিনিধি জয়নাল আবেদীনের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এর পূর্বে সকালে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল আলোচনা সভাস্থলে এসে শেষ করে।
Leave a Reply