প্রেস বিজ্ঞপ্তি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সেল এর তত্ত্বাবধায়নে এবং বাংলা বিভাগের আয়োজনে “অন্য রবীন্দ্রনাথ” শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে গতকাল সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তারের সঞ্চালনায় সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষ। সেমিনারে উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এসএম ইমামুল হক উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, শিক্ষকমন্ডলী, পরিচালকবৃন্দ এবং বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বাংলা বিভাগের পক্ষ থেকে মূখ্য আলোচককে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
Leave a Reply