বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে ইউ.পি নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় সাংসদ ও দশম জাতীয় সংসদের চিফহুইপ ও বাউফল উপজেলা আওয়ামী লীগ সভাপতির সম্প্রতি বাউফলের বিভিন্ন ইউনিয়নে সাংগঠনিক সভা কেন্দ্র করে ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় সচেতন মহল এমন ধারনা করছে। শুক্রবার সকাল ১০টায় দাশপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দাশপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সভায় আগামী ইউ.পি নির্বাচনে আগাম দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত আওয়ামী লীগ দলীয় প্রার্থী দাশপাড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জামাল মৃধা ও বর্তমান সভাপতি নিলুফা জামালের ছেলে উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান মোহন। সভার সঞ্চালক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল বশার মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের সভাপতি সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ সভায় উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে এ প্রস্তাব করেন। দাশপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিলুফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দশম জাতীয় সংসদের চিফহুইপ সরকারী প্রতিষ্ঠানসমুহ বিষয়ক কমিটির সভাপতি স্থানীয় সাতবারের সাংসদ আলহাজ আ.স.ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম ফিরোজ বলেন আগামী ইউ.পি নির্বাচন হবে নৌকার নির্বাচন। তৃনমুল ও উপজেলা আওয়ামী লীগ জনমত যাচাই করে যাকে নৌকার প্রার্থী করবেন তার পক্ষেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আওয়ামী লীগে কোন বিদ্রোহীর যায়গা হবে না। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুক, যুবলীগ সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, চন্দ্রদ্বীপ ইউ.পি চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলকাছ মোল্লা, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এড. রিপন খান, নাসির উদ্দিন, কাজী আবদুর রব ও যুবলীগ নেতা আতিকুর রহমান মোহন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক রিয়াজ শিকদার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল আমিন তোহা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজিল অভি, বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শামসুল কবির নিশাত প্রমুখ।
Leave a Reply