তজুমদ্দীন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে অবৈধ দুইটি বেড়জাল আটক করেছেন। রবিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে শশীগঞ্জ মাছঘাটে এসব জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। তজুমদ্দিন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ (পি. ও) জানান, রবিবার তজুমদ্দিনের মেঘনা নদীর চর মোজাম্মেল ও বাসনভাঙার চর এলাকায় অভিযান চালিয়ে প্রায় বিশ হাজার মিটার অবৈধ বেড়জাল আটক করা হয়। এসব জাল রাতেই আগুনে পুড়ে ধ্বংস করা হয়। জাল পোড়ানোর সময় উপস্থিত হওয়া উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, মেঘনায় ইলিশ মাছ রক্ষায় নিয়মিত টহলে অবৈধ জাল আটক ও ধ্বংস অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরন, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, মৎস্য আড়ৎদার সমিতি সভাপতি আবুল হাসেম মহাজন, সেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান প্রমুখ।
Leave a Reply