মুলাদী প্রতিনিধি ॥ মহান স্বাধীনতা যুদ্ধে ঘাতকের গেনেটের আঘাতে আহত হওয়া পরে চিকিৎসার জন্য ভারতে গিয়ে চিকিৎসা শেষ করে বাংলাদেশের মাটিতে ফিরে আসার পর মৃত্যুবরন করেন বীরমুক্তিযোদ্ধা শুক্কুর সরদার, তারই যোগ্য সন্তানকে মুলাদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে সকল ভোটারগন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করার অঙ্গীকার করেন। মুলাদী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চরলক্ষীপুর গ্রামের বিভিন্ন স্তরের স্থানীয় ভোটার ও জনসাধারণ এর কাছে মুক্তিযোদ্ধার সন্তান ইরান সরদার বিষয়ে জানতে চাইলে স্থানীয় চরলক্ষীপুর গ্রামের ভোটার ও সাধারণ জনগন বলেন আমরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার এলাকার বীরমুক্তিযোদ্ধা মরহুম শুক্কুর সরদার পুত্র ইরান সরদারকে ভোট দিয়ে জয় আনব। কারণ ইরান সরদার এর বাবা বীরমুক্তিযোদ্ধা মরহুম শুক্কুর সরদার ভাল এবং নীতিবান মানুষ ছিলে, যুদ্ধে গেনেটের আঘাতে আহত হওয়ার পরেও সরকার এর খরচে ভারতে গিয়ে চিকিৎসা করার। ভাল মানুষের সন্তান ভাল মানুষই হয়। তাই আমাদের একটাই দাবী আমার এলাকার সুযোগ্য ইরান সরদারকে ভোটের মাধ্যমে বিজয় করে ঘুরে তুলব, এটাই আমাদের এলাকাবাসীর অঙ্গীকার। এ বিষয়ে ৪নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা মরহুম শুক্কুর সরদারের পুত্র ইরান সরদার এর কাছে সাংবাদিকরা জানতে চাইলে ইরান সরদার বলেন আমার বাবা দেশের জন্য মহান স্বাধীনতা যদ্ধে বিজয় ছিনিয়ে আনতে গিয়ে ঘাতকের গেনেটের আঘাতে আহত হয়েছেন, এলাকাবাসীর উপর আমার কথা বলার কোন ক্ষমতা নাই, এলাকাবাসী যদি আমাকে চায় তাহলে আমি পিতার সম্মান রক্ষা করব।
Leave a Reply