নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে চোরের উপদ্রব দমনে সোচ্চার বিএমপি। আশেপাশে ঘোরাফেরা করা সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে গোপনে বা প্রকাশ্যে তথ্য দিন। গত ২৫ জানুয়ারী ২০২১ খ্রিঃ তুফান নামক মিনিবাস চালক জনাব মোঃ দেলোয়ার হোসেন তাঁর গাড়ির ১৪০০০ টাকা মূল্যবান ব্যাটারী চুরি সংক্রান্তে পরদিন ২৬ জানুয়ারি ২০২১ খ্রিঃ কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা সংক্রান্তে কোতয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত এস আই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় এ এস আই রিয়াজুল ইসলাম সহ অফিসারবৃন্দ নগরীর বিভিন্ন ব্যাটারী সেলস পয়েন্টে অভিযান পরিচালনা করেন এবং পুরাতন ব্যাটারী বিক্রয়ের তথ্য জানাতে অনুরোধ জানান। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে ১০ নং ওয়ার্ড বান্দ রোড সংলগ্ন মাহাবুব মটরস এর সম্মুখে আসামিদ্বয় চোরাই ব্যাটারী বিক্রয়ের উদ্দেশ্য আসলে উক্ত ১৪০০০/- টাকা মূল্যের ব্যাটারীসহ কোতয়ালী মডেল থানাধীন ২৩ নং ওয়ার্ড মদিনা মসজিদ সংলগ্ন বাসিন্দা ব্যাটারী চোর সানি হাওলাদার (২০) ও বিমানবন্দর থানাধীন ২৯ নং ওয়ার্ড, শাহপরান সড়ক এর বাসিন্দা ব্যাটারী চোর সিহাব কাজী (১৯) কে গ্রেফতার করেন । আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্যাটারী চুরি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply